আন্ত:বিশ্ববিদ্যালয় ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা

‘সংকট, সম্ভাবনা, ঐতিহ্য’ প্রতিপাদ্যে দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় ও ১৬টি কলেজের অংশগ্রহণে গ্রিন ইউনিভার্সিটিতে আয়োজিত তিন দিনব্যাপী ‘চতুর্থ জিইউডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০১৭’ শেষ হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ডিবেটিং ক্লাব আয়োজিত বর্ণাঢ্য এ আয়োজনের পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন এবং জাহাঙ্গীরনগরর বিশ্ববিদ্যালয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে কলেজ পর্যায়ের বিতর্কে ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ রানার-আপ হয়।

Post MIddle

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে ঢাকার ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে ছিলেন গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. গোলাম সামদানী ফকির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান, কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম, অ্যাকাউন্টস ডিরেক্টর মো. আশরাফুল আনোয়ার, ক্লাব মডারেটর হাসান আল জুবায়ের রনি, সভাপতি হাসিবুর রহমান সাব্বির ও বিশ্ববিদ্যালয়-কলেজ থেকে আগত বিতার্কিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী তাকসিম এ খান প্রধান বলেন, বাংলাদেশে বিতর্ক প্রতিযোগিতা অনেক দূর এগিয়ে গেছে। যার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা তাদের জ্ঞানের ভা-ারকে আরো উচ্চতর পর্যায়ে নিয়ে যাচ্ছে। গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. গোলাম সামদানী ফকির বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে দক্ষতাই আসল। যেখানে উচ্চশিক্ষার পাশাপাশি দক্ষতাও অর্জন করতে হবে। তিনি বস্তনিষ্ট বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের আরো সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান।

পছন্দের আরো পোস্ট