বশেমুরবিপ্রবিতে ভর্তির সময়সূচি প্রকাশ
গোপালগঞ্জস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৭-১৮ সেশনে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির সময়সূচি নিম্নে তুলে ধরা হলোঃ
এ বছর ২০১৭-১৮ সেশনে বশেমুরবিপ্রবিতে ৮টি ইউনিটের অধীনে ৩১টি বিভাগে ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাথমিক ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। মেধা তালিকা ও অপেক্ষমান তালিকার পরীক্ষার্থীদের সাবজরক্ট চয়েজ (অনলাইনে), রিপোর্টিং ও ভর্তির সময়সূচি নিম্নে দেয়া হলো। উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফলাফলের যেকোনো ত্রুটি সংশোধনের অধিকার সংরক্ষণ করে। নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে কোনো শিক্ষার্থীকে পরবর্তীতে ভর্তির সুযোগ দেয়া হবে না।
(ক) মেধা তালিকায় ছাত্র-ছাত্রীদের ভর্তিঃ
i) Online- এ Subject Choich: ১০/১২/২০১১৭ইং তারিখ থেকে ১৩/১২/২০১৭ইং তারিখ পর্যন্তর
অনলাইনের ঠিকানাঃ www.bsmrstu.edu.bd/b/
সময়ঃ সকাল ৯.০০টা থেকে বিকেল ৫.০০টা
স্থানঃ স্ব স্ব বিভাগের সভাপতির অফিস কক্ষ
ii) রিপোর্টিং ও ভর্তিঃ ১৮/১২/২০১৭ এবং ১৯/১২/২০১৭ইং তারিখ (১৫/১২/২০১৭ইং তারিখে ওয়েবসাইটে প্রকাশিতব্য শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য)
(খ) ১ম অপেক্ষমান তালিকাঃ (অাসন শূণ্য থাকা সাপেক্ষে)
i) Online- এ Subject Choich: ২০/১২/২০১৭ এবং ২১/১২/২০১৭ইং তারিখ
অনলাইনের ঠিকানাঃwww.bsmrstu.edu.bd/b/
ii) রিপোর্টিং ও ভর্তিঃ ২৬/১২/২০১৭ (২২/১২/২০১৭ইং তারিখে ওয়েবসাইটে প্রকাশিতব্য শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য)
সময়ঃ সকাল ৯.০০টা থেকে দুপুর ২.০০টা
স্থানঃ স্ব স্ব ডীন অফিস
(গ) মুক্তিযোদ্ধা, ওয়ার্ড ও উপজাতি কোটার মেধা ও ১ম অপেক্ষমান তালিকার শিক্ষার্থী এবং প্রতিবন্ধী ও খেলাধুলা/সাংস্কৃতিক কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তিঃ
সাক্ষাৎকারঃ ২৭/১২/২০১৭, সময়ঃ স
স্থানঃ রেজিস্ট্রার অফিস
ভর্তিঃ ২৮/১২/২০১৭
সময়ঃ সকাল ৯.০০টা থেকে বিকেল ৫.০০টা
(ঘ) ভর্তি/সাক্ষাৎকারের সময় নিম্নলিখিত কাগজপত্র সঙ্গে অানতে হবেঃ
১। এস.এস.সি/ সমমান পরীক্ষার মূল সার্টিফিকেট।
২। এইচ.এস.সি/ সমমান পরীক্ষার মূল সার্টিফিকেট ও নম্বরপত্র।
৩। এইচ. এস. সি- এর মূল রেজিস্ট্রেশন কার্ড।
৪। ভর্তি পরীক্ষার প্রবেশপত্র।
৫। শেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধার কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র।
৬। সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি (২ কপি) ছবি।
৭। মুক্তিযোদ্ধা কোটা্ ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদেরকে সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াও মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার সার্টিফিকেট সঙ্গে অানতে হবে।
৮। অন্যান্য কোটাভুক্ত শিক্ষার্থীদের উপযুক্ত প্রমাণপত্র/ সার্টিফিকেট সঙ্গে অানতে হবে।
৯। ভর্তির জন্য অানুমানিক ১৫,০০০/- টাকা লাগবে।