জাবিতে বিএনজিএর নতুন কমিটি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শেখ মনজুরুল হক বাংলাদেশ ন্যাশনাল জিওগ্রাফিক্যাল এসোসিয়েশন (বিএনজিএ)-এর প্রেসিডেন্ট এবং জাহাঙ্গীরনগড়র বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের অধ্যাপক ড. নুরুল ইসলাম বিএনজিএ-এর সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন। ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি ২০২০ সাল পর্যন্ত বিএনজি-এর দায়িত্ব পালন করবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে গত ২৪ নভেম্বর অনুষ্ঠিত বিএনজিএ-এর ১৫-তম কনফারেন্সে এই কমিটি ঘোষণা করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে এই কনফারেন্স উদ্বোধন করেন।