চুয়েট উপাচার্যের সাথে অফিসার্স এসোসিয়েশনের সাক্ষাৎ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. মোহম্মদ রফিকুল আলম মহোদয়ের সাথে চুয়েট অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। অদ্য (২৭ নভেম্বর ) বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের উপাচার্যের কার্যালয়ে উক্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী উপস্থিত ছিলেন।
অফিসার্স এসোসিয়েশনের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন সভাপতি প্রকৌশলী অচিন্ত কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইউছুপ, অর্থ সম্পাদক জনাব মোঃ আবুল মনসুর ফয়সাল, ক্রীড়া সম্পাদক জনাব সাগর তালুকদার, দপ্তর সম্পাদক জনাব মোঃ নূর উদ্দীন চৌধুরী, প্রচার সম্পাদক জনাব মুহাম্মদ মোরশেদুল হক, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস রুপনা দাশ, নির্বাহী সদস্য জনাব মোঃ আব্দুল গাফ্ফার, জনাব আমীন মোহাম্মদ মুসা, জনাব আনিসুজ্জামান খান, জনাব সুদীপ তালুকদার এবং জনাব মোঃ হারুন প্রমুখ।
সাক্ষাতকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, চুয়েটের চলমান অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চুয়েটের কর্মকর্তারা বিভিন্ন দপ্তরে তাঁদের নিরলস কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সফলতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছেন। ভবিষ্যতেও তাঁরা গঠনমূলক ভূমিকা রাখবেন বলে আমি আশাবাদী।