৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে জাককানইবিতে শোভাযাত্রা

ইতিহাস স্মরণে এ যেন আরেক ঐতিহাসিক মিলনমেলায় মেতেছে বাংলাদেশ। রাজধানীসহ দেশের সব জায়গায় আনন্দ মিছিলে একাকার হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ ঘোষণা করায় আনন্দ শোভাযাত্রা করছে সারাদেশ।

Post MIddle

তারই ধারাবাহিকতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) পরিবার ২৫ নভেম্বর (শনিবার) বিকাল ৪টায় আনন্দ শোভাযাত্রা করেছে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ‘জয়বাংলা’ ভাস্কার্যের সামনে শেষ হয়।

শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, কর্মকর্তা পরিষদের সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মামুন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব। এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সকল নেতা-কর্মীরা।

পছন্দের আরো পোস্ট