বেরোবি ভর্তি পরীক্ষায় নিরাপত্তা জোরদার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভর্তি পরীক্ষা সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোয়ান্দা সংস্থার সদস্য ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করবে। গতবারের ন্যায় এবারও ভর্তি পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে অবস্থান করবে ভ্রাম্যমান আদালত।

পরীক্ষার দিন ২৬ নভেম্বর থেকে শুরু করে ক্যাম্পাসে সর্বসাধারণের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সুষ্ঠভাবে ভর্তি পরীক্ষা পরিচালনার স্বার্থে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা ও আবাসিক হলগুলোও বন্ধ ঘোষনা করা হয়েছে।

Post MIddle

বিশ্ববিদ্যালয় প্রক্টর আবু কালাম মোঃ ফরিদ-উল ইসলাম বলেন,“বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নিরাপত্তা ব্যাবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে। ”

উল্লেখ্য, ২৬ নভেম্বর থেকে শুরু করে ৩০ নভেম্বও পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলবে।

//শ

পছন্দের আরো পোস্ট