বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতিতে বাকৃবিতে আনন্দ শোভাযাত্রা

জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ অন্তর্ভূক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে আজ শনিবার (২৫ নভেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খানের নের্তৃত্বে বাকৃবি মুক্তিযুদ্ধ স্মৃতি চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেইট হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে শ্রদ্ধাঞ্জলী নিবেদনের মাধ্যমে শেষ হয়।

Post MIddle

এসময় সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ মোক্তার হোসেনের পরিচালনায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর সচ্চিদানন্দ দাশ চৌধুরী।র‌্যালীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি এবং কেবি স্কুল ও কেবি কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে।

পছন্দের আরো পোস্ট