বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের স্বীকৃতিতে বশেমুরবিপ্রবিতে অানন্দ শোভাযাত্রা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ইউনেস্কো কর্তৃক ‘ওয়ার্ড ডকুমেন্টারি হেরিটেজ’ স্বীকৃতি প্রাপ্তিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অাজ শনিবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চত্বরে এক আনন্দ শোভাযাত্রা অায়োজন করা হয়। এ আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।
আনন্দ শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গৃরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। উক্ত আনন্দ শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ শাহজাহান, আইন অনুষদের ডীন আব্দুল কুদ্দুস মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার সহ বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী শিক্ষার্থীবৃন্দ।
মূলত, জাতির জনকের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে `মেমোরি অব দি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’- এ স্থান করে নেওয়ায় জাতীয়ভাবে উদযাপনের জন্য এ আনন্দ শোভাযাত্রার আয়োজন করে বশেমুরবিপ্রবি।