নিহত নোবিপ্রবি শিক্ষার্থী পরিবার পাচ্ছে ৩ লাখ টাকা

সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মেধাবী শিক্ষার্থী ফৌজিয়া মোসলেম সিলভির পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের ৩৩ তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়।
সভার শুরুতে রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান নিহত নোবিপ্রবি শিক্ষার্থী ফৌজিয়া ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের মা ছালেমা খাতুন এর আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন। এরপর তিনি ফৌজিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের দিকটি সভায় উত্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে পাশ হয়।
Post MIddle
প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা যান নোবিপ্রবি ফার্মেসি বিভাগের ছাত্রী ফৌজিয়া। আর গত বুধবার (২২ নভেম্বর ২০১৭) চট্টগ্রাম নগরীর কাজির দেউড়িস্থ নিজ বাসায় মৃত্যুবরণ করেন ছালেমা খাতুন। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বর্তমান চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের মা।
পছন্দের আরো পোস্ট