ঢাবিসাসের নতুন কমিটিকে বশেমুরবিপ্রবিসাসের অভিনন্দন
ঢাবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০১৭-১৮ সেশনের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বশেমুরবিপ্রবিসাস)।
শনিবার বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মোঃ নাসিমুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও সহ-সভাপতি ফয়সাল হাবিব সানি এক বিবৃতিতে, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) কার্যনির্বাহী পরিষদ ২০১৭-১৮ সেশনে নতুন কমিটিকে অভিনন্দন জানান।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০১৭-১৮ সেশনে সভাপতি হিসেবে প্রথম অালোর অাসিফ ত্বাসীন ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক যুগান্তরের মাহমুদুল হাসান নয়ন নির্বাচিত হয়েছেন।
নয় সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মীর অারশাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক অাব্দুল হাকিম অাবির, দপ্তর সম্পাদক রাইহানুল ইসলাম অাবির, অর্থ সম্পাদক অাব্দুল করিম, কার্যনির্বাহী কমিটির সদস্য মুনীর হোসাইন, মাহদী অাল মুহতাসিম এবং দীপক রায়।