ইবিতে বর্ণাঢ্য র্যালি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ইউনিস্কো কর্তৃক ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রার’ এ অন্তুর্ভুক্তির মাধ্যেমে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য র্যালি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসে এ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে বের হয়। র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। র্যালিতে কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিম তোহা, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ আজ শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সম্পদ। ভাষণটি চিরকাল সারা বিশ্বের শোষিত-নির্যাতিত-নিপীড়িত মানুষের মুক্তির প্রেরণা যোগাবে।’
//শ