শাবিতে ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ শীর্ষক কর্মশালা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর উদ্যোগে এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সমন্বয়ে শুক্রবার থেকে তিনদিনব্যপী ‘সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ’ কর্মশালা শুরু হয়েছে।
Post MIddle
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশ্যুরেন্স সেল (আইকিউএসি) -এর কনফারেন্স কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মফিজুর রহমান এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী। সকাল সাড়ে নয়টা থেকে শুরু হওয়া চলে বিকেল চারটা পর্যন্ত। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন জাতীয়, স্থানীয় দৈনিক ও অনলাইনে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও সিল্যেট এমসি কলেজে কর্মরত সাংবাদিকরাও অংশগ্রহণ করেন।
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী বলেন, ক্যাম্পাস সাংবাদিকদের সাংবাদিকতা সম্পর্কিত তাত্তি¡ক জ্ঞান সমৃদ্ধিকরণ এবং সংবাদকর্মীদের গুণগত মান বাড়াতে পিআইবির এমন উদ্যোগ।
পছন্দের আরো পোস্ট