বাকৃবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
দীর্ঘ এক বছর পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কমিটি ঘোষণা করা হয়।
২১১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সহ-সভাপতি পদে ৩৮ জন, যুগ্ম সম্পাদক পদে ৯ জন, সাংগাঠনিক সম্পাদক পদে ৯ জন, সদস্য পদে ৫৪ জনসহ বিভিন্ন পদে মোট ১১ জন ছাত্রী এ কমিটিতে স্থান পেয়েছেন।
এর আগে ২০১৬ সালের ১৭ নভেম্বর সবুজ কাজীকে সভাপতি ও মিয়া মোহাম্মদ রুবেলকে সাধারণ সম্পাদক করে ১ বছর মেয়াদি ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।