ঢাবি এক্স-ক্যাডেটস এসোসিয়েশনের পুনর্মিলনী
গতকাল (২২ নভেম্বর ২০১৭) বুধবার বিকেলে ঢাকা ইউনিভার্সিটি এক্স-ক্যাডেটস এসোসিয়েশন (ডিইউইসিএ)-এর ‘পুনর্মিলনী ২০১৭’ ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মঈন এবং বাংলাদেশ পুলিশের ডিআইজি শেখ মো: মারুফ হাসান।