সাদার্নে “এনহেনসমেন্ট অব হিট ট্রান্সফার” বিষয়ক সেমিনার

সাদার্ন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে “ এনহেনসমেন্ট অব হিট ট্রান্সফার ইন এ সার্কুলার পাইপ উইথ ইনসার্ট ইউজিং ফাইনাট এলিমেন্ট মেথড” বিষয়ক সেমিনার সম্প্রতি ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় । সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইইই বিভাগের প্রভাষক মোঃ মনিরুজ্জামান ভুঁইয়া। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইইই বিভাগের প্রধান হেদায়েত উল্লাহ, ইসিই বিভাগের প্রধান ড. মোহাম্মদ আরিফ সোবহান ভূঁইয়া ও শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা।
ফাইনাট এলিমেন্ট মেথড ব্যবহার করে গবেষণা কাজে উদ্বুদ্ধ করাই ছিল উক্ত সেমিনারের মূল উদ্দেশ্য। সমাপনী বক্তব্যে ইইই বিভাগের প্রধান হেদায়েত উল্লাহ বলেন, এই ধরনের সেমিনার শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণাধর্মী কাজে উদ্বুদ্ধ করবে। উচ্চ শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে গবেষণামূলক শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের উচিৎ নতুন নতুন বিষয়ের উপর আরও বেশি গবেষণা করা।

পছন্দের আরো পোস্ট