বাকৃবির বাউরেস আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) নভেম্বর ২২ ঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম(বাউরেস) আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রকল্পসমুহের প্রধানগবেষকদের নিয়ে মতবিনিময় সভা বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে গত ২২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে । বাউরেস পরিচালক প্রফেসর ড, এম.এ.এম.ইয়াহিয়া খন্দকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও প্রো-উপাচার্য প্রফেসর ড. জসিমউদ্দিন খান , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন। মতবিনিময় সভায় বিভিন্ন প্রকল্পের প্রধান গবেষকগণ তাদের প্রকল্প পরিচালনায় বিভিন্ন সমস্যাসমূহ উল্লেখ করে বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন বাউরেসএর সহযোগী পরিচালক প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন।

Post MIddle

উল্লেখ্য এ বছর বাকৃবির নির্বাচিত মোট গবেষণা প্রকল্পের সংখ্যা ৯০ টি। সভায় প্রধান গবেষক ও আমন্ত্রিত অতিথিগণ এতে অংশ গ্রহণ করেণ

পছন্দের আরো পোস্ট