নোবিপ্রবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত

“মানবতা বিরোধীদের প্রতিহত করি, সন্ত্রাস ও জঙ্গীবাদকে না বলি, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বীর মুক্তিযাদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় জাতীয় কমিটির উদ্যোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(নোবিপ্রবি) এক গণ স্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হয় । অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ প্রেসের পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

Post MIddle

আজ দুপুর ১২ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান এই গণস্বাক্ষর কর্মসূচির উদ্ভোধন করেন । এসময় তিনি পার¯পরিক সোহার্দপূর্ণতা বজায় রেখে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াকেই মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশ প্রেস এর নোয়াখালী জেলা প্রতিনিধি ও গণস্বাক্ষর কার্যক্রমের নোয়াখালী জেলা শাখার সমন্বয়ক জনাব নাছির উদ্দিনের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. ইউসুফ মিঞা , প্রক্টর জনাব মুশফিকুর রহমান সহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।

পছন্দের আরো পোস্ট