ঢাবিতে আদিবাসী চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

‘ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্যে নির্মাণ করি সমৃদ্ধ বাংলাদেশ’- প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় জুম লিটারেচার এন্ড কালচারাল সোসাইটির উদ্যোগে আজ ২৩ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হলো আদিবাসী চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সোসাইটির সভাপতি এডিট দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শান্তি ও সংঘর্ষ বিভাগের সহকারী অধ্যাপক অনুরাগ চাকমা এবং পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের প্রভাষক জ্যোতিস্বী চাকমা।

Post MIddle

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্র্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, পাহাড়ী ও আদিবাসীদের স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য আছে। আদিবাসীদের কোটা’র যৌক্তিকতা প্রসঙ্গে উপাচার্য বলেন, যখন কোন জাতি বা গোষ্ঠী প্রতিকূল অবস্থায় থাকে, তখন পশ্চাৎপদ এই গোষ্ঠীকে সাহায্য করতে ও তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য সরকারকে এগিয়ে আসতে হয়। তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের বিশেষ গুণ হলো তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিনয়ী, তাই সবাই তাদের উপর আস্থাশীল। উদার, অসাম্প্রদায়িক সর্বোপরি সুন্দর চরিত্রের অধিকারী এই শিক্ষার্থীরা সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে বলেও উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সকলের সাথে পরিচয় করিয়ে দিতে এবং তাদের সুযোগ সুবিধার ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষ নজর রাখবে বলে উপাচার্য আশ্বাস প্রদান করেন।

পছন্দের আরো পোস্ট