‘একুশ শতকে নজরুল’ শীর্ষক দু’দিনব্যাপি আন্তর্জাতিক সম্মেলন

গত (২২ নভেম্বর ২০১৭) স্কুল অব বিজনেস, উত্তরা ইউনিভার্সিটি, বাড়ি-৫, রোড১২, সেক্টর-০৬ ইউনিভার্সিটির অডিটরিয়ামে দু’দিন ব্যাপী ‘একুশ শতকে নজরুল’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয়েছে।

এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল ‘একুশ শতকে নজরুল’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ২০১৭। এ সম্মেলনের প্রধান আয়োজক বাংলাদেশের উত্তরা ইউনিভার্সিটি ও সহ-আয়োজক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ এবং ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ।

‘একুশ শতকে নজরুল’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব এইচ টি ইমাম।

Post MIddle

সমাপনি অনুষ্ঠানের সমাপনি বক্তব্যে উত্তরা ইউনিভার্সিটির উপ-উপাচার্য এবং ‘একুশ শতকে নজরুল’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন ২০১৭ এর আহ্বায়ক অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা সম্মেলনে উপস্থিত সমাপনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব এইচ টি ইমাম, বিশেষ অতিথিবৃন্দ ও আলোচকসহ সম্মেলনের সাথে জড়িত সকল বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “একুশ শতকে নজরুল” শীর্ষক সম্মেলনের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি দুদিন ব্যাপি এ আয়োজনকে সাফল্যমন্ডিত করার জন্যে।

দু’দিন ব্যাপী ‘একুশ শতকে নজরুল’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনের স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. আয়েশা বেগম, সভাপতি, বাংলা বিভাগ, উত্তরা ইউনিভার্সিটি।

দু’দিন ব্যাপী ‘একুশ শতকে নজরুল’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে সারসংক্ষেপ বক্তব্য রাখেন অধ্যাপক ড. বেলা দাস, আসাম বিশ্ববিদ্যালয়, ভারত। দ্বিতীয় দিনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. বরুণকুমার চক্রবর্তী, এমেরিটাস অধ্যাপক, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, ভারত। ড. আফসার আহমেদ, অধ্যাপক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। জিষ্ণু প্রসন্ন মুখার্জি, প্রথম সচিব (শিক্ষা), ভারতীয় হাইকমিশনার। জনাব শেখ মোঃ কাবেদুল ইসলাম, মহাপরিচালক (অন্তবর্তীকালীন), আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকা। কবি নাসের আহমেদ, পরিচালক (বার্তা), বাংলাদেশ টেলিভিশন। অধ্যাপক ড. রহমান হাবীব, বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ। ড. মইনুল খান, গবেষক, ডিজি, শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর, বাংলাদেশ প্রমুখ।

দু’দিন ব্যাপী ‘একুশ শতকে নজরুল’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনের সভাপতিত্ব করেন অধ্যাপক ড. এম আজিজুর রহমান, উপাচার্য, উত্তরা ইউনিভর্সিটি।

পছন্দের আরো পোস্ট