ঢাবিতে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু আগামীকাল
ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের উদ্যোগে ‘IML, International Conference 2017’ শীর্ষক দু’দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন আগামীকাল ২৪ নভেম্বর ২০১৭ শুক্রবার সকাল ৯:৩০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই সম্মেলন উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন। বিশেষ অতিথি থাকবেন রাশিয়ান ফেডারেশনের এমজিআইএমও ইউনিভার্সিটির অধ্যাপক ইরিনা টি. প্রোকোফাইয়েভা। সম্মেলনে বিভিন্ন দেশ থেকে প্রায় ৬০০’র মতো আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করবেন। সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আমন্ত্রিত প্রতিনিধিসহ প্রায় ৬০০’র মতো অতিথি অংশগ্রহণ করবেন।