জাবি বিজনেস স্টাডিজ অনুষদে সেমিনার
ই্উজিসির অর্থায়নে পরিচালিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের গবেষণা প্রকল্পের সেমিনার আজ অনুষ্ঠিত হয়েছে।
উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে সেমিনার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইবিএ-জে ইউ এর অধ্যাপক ড. বখতিয়ার রানা।
গতকাল (২২নভেম্বর) বুধবার বেলা এগারোটায় সেমিনার উদ্বোধনকালে উপাচার্য বলেন, নবীন অনুষদ হিসেবে বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষক-গবেষকগণ দেশ-বিদেশে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তাঁদের গবেষণার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন যে, এ গবেষণা প্রকল্পের মাধ্যমে অনুষদের শিক্ষকগণ আরো নতুন জ্ঞানের সন্ধান দেবেন। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুষদের ডিন নীলাঞ্জন কুমার সাহা।