ড্যাফোডিলের কর্মশালায় ১৩ বিশ্ববিদ্যালয়ের ৫০শিক্ষাবিদ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট বিভাগ ও গবেষণা কেন্দ্রের যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্কুয়েট হলে গত (১৯ নভেম্বর ২০১৭) ‘শিক্ষা ও বিজ্ঞান জার্নালে প্রবন্ধ প্রকাশ : কী করণীয়’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালা পরিচালনা করেন একাডেমি অব বিজনেস অ্যান্ড রিটেইল ম্যানেজমেন্ট এর প্রধান সম্পাদক ও নির্বাহী ড. পি আর দত্ত। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

Post MIddle

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক রফিকুল ইসলাম ও রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. কবিরুল ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করেন রিয়েল এস্টেট বিভাগের প্রধান শেখ আব্দুর রহিম।

দেশের ১৩ টি সরকারি -বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষাবিদ অংশগ্রহণ করেন।

পছন্দের আরো পোস্ট