এইউবিতে ফিউচার ট্রেন্ড ইন বাংলাদেশ শীর্ষক ওয়ার্কশপ

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব বিজনেস অনুষদের উদ্যোগে HRM-Recent and Future Trend in Bangladesh শীর্ষক এক ওয়ার্কশপ এইউবি’র আয়েশা মিলনায়তনে ফ্যাকাল্টি স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর আশরাফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।এতে এইউবি’র ভিসি প্রফেসর ড. আবুল হাসান মু: সাদেক প্রধান অতিথি ও উপ-উপাচার্য প্রফেসর ড. এনামুল হক খান,রেজিস্ট্রার ডঃ মোঃ শাহ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এতে মূল বক্তা ছিলেন ছিলেন-এডিসন গ্রুপের হিউম্যান রিসোর্সের সিনিয়র ম্যানেজার শিরিন চৌধুরী।ওয়ার্কশপের কো-অডিনেটর ছিলেন সহকারী প্রফেসর নাসরিন আনোয়ার খান।

Post MIddle

প্রধান অতিথি বলেন-জীবনটা হচ্ছে শ্রেণী কক্ষের মতো।সেখান থেকে মানুষ কিছুনা কিছু শিখছে।হিউমেন রিসোর্সের কাজ ২ধরণের- নিজে করা এবং কাউকে দিয়ে করানো।এটা শুধু কর্মকর্তা-কর্মচারী নিয়ন্ত্রণের জন্যই নয় এটার মাধ্যমে পরিবার-সমাজ সকলকেই নিয়ন্ত্রণ করা সম্ভব।মানুষকে মানব সম্পদে পরিণত করতে বিশেষ ভূমিকা পালনের জন্য উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন।

পছন্দের আরো পোস্ট