ঢাবির মেডিকেল সেন্টারে যোগ হলো নতুন এ্যাম্বুলেন্স
আজ ২২ নভেম্বর ২০১৭ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে একটি এ্যাম্বুলেন্স হস্তান্তর করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় ভারপ্রাপ্ত প্রধান মেডিকেল অফিসার ডা: সারওয়ার জাহান মুক্তাফীসহ মেডিকেল সেন্টার এবং বিশ্ববিদ্যালয় পরিবহণ অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।