ঢাবি উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রে সেমিনার
ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে গতকাল (২১ নভেম্বর ২০১৭) মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় লেকচার থিয়েটার অডিটোরিয়ামে “Ethnography of Parliamentary Constituencies” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. সাদেকা হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জহির আহমেদ।
আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আখতার হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাব্বীর আহমেদ।