ঢাবিতে বাঁধনের নবীন বরণ
গতকাল (২১ নভেম্বর ২০১৭) মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ‘বাঁধন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’ ইউনিটের ‘নবীন বরণ, রক্তদাতা সম্মাননা ও বিদায়ী সংবর্ধনা-২০১৭’ হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জাকিয়া পারভীন এবং বাঁধন হল ইউনিটের উপদেষ্টা শিক্ষক রত্না রানী দাস।