জাবিতে ‘ম্যানেজমেন্ট উইক’ শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আয়োজনে আজ থেকে বর্ণাঢ্য ‘ম্যানেজমেন্ট উইক’ শুরু হয়েছে। সকাল দশটায় উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজনেস স্টাডিজ অনুষদ প্রাঙ্গণে ম্যানেজমেন্ট উইক উদ্বোধনকালে বলেন, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা-ধারণার উন্নয়ন ও সাংগঠনিক নেতৃত্ব তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি আশা প্রকাশ করেন যে, সপ্তাহব্যাপী অনুষ্ঠানের মধ্যদিয়ে শিক্ষার্থীরা আগামী জীবনের প্রস্তুতি গ্রহণ করবে এবং সংশ্লিষ্ট কর্পোরেট হাউজগুলোর সঙ্গে নিজেদের যুৎসই সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অনুষদ ডিন নীলাঞ্জন কুমার সাহা ও বিভাগীয় সভাপতি জাহিদুল করিম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক শোভাযাত্রা বের হয়। উপাচার্য শোভাযাত্রা উদ্বোধন করেন।