বেরোবি সেন্ট্রাল লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি এন্ড ইনফরমেশন সেন্টার-এ মুক্তিযুদ্ধ কর্নার চালু করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় সেন্ট্রাল লাইব্রেরি এন্ড ইনফরমেশন সেন্টারে মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। কর্ণারটি অনানুষ্ঠানিকভাবে চলে আসলেও আহ ২১ নভেম্বর স্বশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন উপাচার্য।

সেন্ট্রাল লাইব্রেরি এন্ড ইনফরমেশন সেন্টারের উপপরিচালক মো: আব্দুস সামাদ প্রধানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ২১ নভেম্বর সশ্বস্ত্র বাহিনী দিবস এবং এর তাৎপর্যের গুরুত্ব বিবেচনা করেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ কর্নারটির উদ্বোধন করা হলো। অল্প সময়ের মধ্যেই এই কর্ণারে মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের সংখ্যা বৃদ্ধি করা হবে। তিনি অনুষ্ঠানের আগে শিক্ষার্থীদের জন্য আলাদা রিডিং রুম তৈরির জন্যও লাইব্রেরির দুই পার্শে স্থান নির্ধারণ করে দেন।

Post MIddle

লাইব্রেরি এন্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) তাবিউর রহমান প্রধান, সহকারী প্রক্টর মোঃ আতিউর রহমান এবং মোঃ ছদরুল ইসলাম সরকার। এছাড়াও সেন্ট্রাল লাইব্রেরি এন্ড ইনফরমেশন সেন্টারের কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থি ছিলেন।

উল্লেখ্য গত ২৮ আগস্ট ২০১৭ তারিখে সেন্ট্রাল লাইব্রেরিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্নার চালু করা হয়।

পছন্দের আরো পোস্ট