ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের অধ্যাপকের সাক্ষাৎ

জাপানের কিওটো ইউনিভার্সিটির অধ্যাপক ড. ইশিকাওয়া হিরোহিকো আজ ২০ নভেম্বর ২০১৭ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব এবং সহকারী অধ্যাপক ড. ফাতিমা আক্তার উপস্থিত ছিলেন।

Post MIddle

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের কিওটো ইউনিভার্সিটির মধ্যে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা, সমুদ্র বিজ্ঞান, আবহাওয়া বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ এবং ভূতত্ত্ব বিষয়ে সহযোগিতামূলক যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এ বিষয়ে উভয় বিশ্ববিদ্যালয় একে অপরকে সহযোগিতা প্রদান এবং একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যায়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে আন্তরিক ধন্যবাদ জানান।

পছন্দের আরো পোস্ট