সংখ্যালঘুদের বাড়ি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে বেরোবি শিক্ষক সমিতির মানববন্ধন

রংপুরের হরকলি ঠাকুরপাড়া গ্রামে সংখ্যালঘুদের বাড়ি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সামতি।

আজ রবিবার শেখ রাসেল চত্বরে শিক্ষক সমিতির সভাপতি ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ এর সভাপতিত্বে মানবন্ধনাট অনুষ্ঠিত হয়।

Post MIddle

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য যারা সংখ্যালঘুদের ওপর বার বার আক্রমণ করছে তাদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সংখ্যালঘুদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হয়না বলেই এসব ঘটনা ঘটছে বলেও বক্তারা উল্লেখ করেন।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য দেন কলা অনুষদের ডিন রিষিণ পরিমল, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. গাজী মাজহারুল আনোয়ার, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টমস বিভাগের বিভাগীয় প্রধান শাহীনুর রহমান, সহকারী অধ্যাপক আপেল মাহমুদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. শফিকুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান।

পছন্দের আরো পোস্ট