প্রশ্নপত্র ফাঁস গুজব ছাড়া কিছু নয়
কেউ কেউ গুজব ছড়াতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলছেন। প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই। সকলের প্রচেষ্টায় সুষ্ঠুভাবে সারাদেশে পিইসি-সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।
রোববার পিইসি-সমাপনী পরীক্ষার প্রথম দিনে রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরির্দশনের পরে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাধারণত গণিত ও ইংরেজি পরীক্ষা নিয়ে অভিভাবক-পরীক্ষার্থীদের বাড়তি চিন্তা তৈরি হয়। এ কারণে রুটিনের প্রথমদিকে এ দুটি পরীক্ষা দেয়া হয়েছে। এ পরীক্ষায় কেউ একটু কম নম্বর পেলে তার জীবন নষ্ট হয়ে যাবে না।
তাই অসাধুপন্থা অবলম্বন না করে সুষ্ঠুভাবে সবাইকে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দিয়েছেন মন্ত্রী।
সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষার মান বাড়ছে মন্তব্য করে মন্ত্রী বলেন, আগে সরকারি প্রাথমিক স্কুলে শুধু গরিবের সন্তানরা পড়তেন। এখন সে চিত্র বদলে গেছে। সব স্তরের মানুষ পড়ছে। সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
পিইসি-সমাপনী পরীক্ষা কতদিন চলবে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, সরকার যতদিন চাবে ততদিন এ পরীক্ষা চলবে।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্নস্তরের কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা মোস্তাফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
আজ শুরু হলো পিইসি-সমাপনী পরীক্ষা। আজ ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হলো। দেশের ভেতরের ৭ হাজার ২৬৭টি এবং দেশের বাইরের ১২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী পরীক্ষায় এবার ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে।