ঢাবি উন্নয়ন অধ্যয়ন বিভাগে গ্রাজুয়েশন সেরেমনি
ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগে “Graduation Ceremony for the MDS 13th batch and MDS for Bangladesh Bank Officials Farewell for the MSS 6th Batch and Orientation Program for MDS 15th Batch” অনুষ্ঠান গতকাল (১৮ নভেম্বর ২০১৭) শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এম আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। মূল বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিভাগের অধ্যাপক ড. আতিউর রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম, ঢাকা বিশ্ববিদ্যলয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রমুখ।