জাবির সঙ্গে আইসিটি বিভাগ ও আর্নস্ট এ্যান্ড ইয়ং এর সমঝোতা চুক্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ ও ভারতের আর্নস্ট এ্যান্ড ইয়ং-এর সমঝোতা চুক্তি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে আজ বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, সরকারের আইসিটি বিভাগের পক্ষে যুগ্ম-সচিব রেজাউল করিম এবং ভারতের আর্নস্ট এ্যান্ড ইয়ং এর পক্ষে কামাল মানসারামানি স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থীগণ আইসিটি ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য যথোপযুক্ত প্রশিক্ষণের সুযোগ লাভ করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি ড. শামসুন্নাহার খানম এবং বিভাগীয় অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।