জাবির গণিত বিভাগের ৪র্থ পুণর্মিলনী ৮ ডিসেম্বর

‘ছিন্ন পাতায় সাজাই তরণী, শ্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ আগামী ৮ ডিসেম্বর ৪র্থ পুণর্মিলনী অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার বিকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন বিভাগটির সভাপতি ড. শরিফ উদ্দিন।

Post MIddle

তিনি বলেন, ৮ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টায় উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের নেতৃত্বে একটি আনন্দ র‌্যালী বের হবে।

বিকালে সেলিম আল দ্বীন মুক্তমঞ্চে বিভাগীয় শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পর কনসার্টের মাধ্যমে পুণর্মিলনীর সমাপ্ত হবে। www.juaam-math.org ঠিকানায় আগামী ২৭ নভেম্বর পর্যন্ত অবেদন করা যাবে। এছাড়া স্পট রেজিস্টেশনের ব্যবস্থা রাখা হয়েছে।
#

পছন্দের আরো পোস্ট