ইবিতে পাঠ্যক্রম পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পাঠ্যক্রম পরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সেমিনার কক্ষে বিভাগীয় আত্ম-মূল্যায়ন কমিটির আয়োজনে এ কর্মশালা শুরু হয়।

বিভাগের সহকারী অধ্যাপক বখতিয়ার হাসানের সঞ্চালনায় কর্মশালায় বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক সুতাপ কুমার ঘোষ সভাপতিত্ব করেন। এতে প্রবন্ধ উপস্থাপক হিসেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

Post MIddle

বিশেষ অতিথি হিসেবে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. আব্দুস ছোবহান উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক রুহুল আমিন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার, সহকারী অধ্যাপক আব্দুল হালিমসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় শিক্ষার্থীরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আরিফুর রহমানের কাছে পাঠ্যক্রম উন্নয়ন বিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন।

পছন্দের আরো পোস্ট