২য় বর্ষ ডিগ্রী পাস ও সাবসিডারী পরীক্ষা শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয় এর ২০১৬ সালের ২য় বর্ষ ডিগ্রী পাস ও সাবসিডারী পরীক্ষা আজ শনিবার থেকে শুরু হয়েছে। প্রতিদিন দুপুর ০১:০০ টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারা দেশে মোট ৬৯১ টি কেন্দ্রে ১৮১৬ টি কলেজে এ পরীক্ষা চলছে।
পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ ক্যাম্পাসে কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোলরুমের ফোন নম্বর- ৯২৯১০১৭, ৯২৯১০৩৮ এবং ফ্যাক্স নম্বর-৯২৯১০৪৪। সংশ্লিষ্ট সকলকে যে কোন জরুরী প্রয়োজনে কন্ট্রোলরুমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা সুষ্ঠভাবে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।