বিএমএর সাবেক দুই সভাপতির স্মরণসভা

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) উদ্যোগে বুধবার বিকেলে বিএমএর সাবেক সভাপতি মরহুম অধ্যাপক ডা. আবুল কাশেম ও মরহুম অধ্যাপক ডা. এম এ মাজেদ স্মরণে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনের শহীদ ডা. শামসুল আলম খান মিলন সভাকক্ষে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে স্মরণ সভায় বাংলাদেশের প্রথিতযশা দুই চিকিৎসকের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন ডা. মো. সোহরাব আলী (বিএমএ সাবেক সভাপতি), ডা. রশিদ-ই-মাহবুব (বিএমএ সাবেক সভাপতি), ডা. কাজী শহিদুল আলম (বিএমএ সাবেক মহাসচিব), ডা. নাজমুন নাহার (সভাপতি ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট), ডা. কনক কান্তি বড়ুয়া (সহ-সভাপতি, বিএমএ), ডা. মো. শারফুদ্দিন আহমেদ (বিএমএ সাবেক মহাসচিব), ডা. মো. কামরুল হাসান খান (উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়), ডা. জামাল উদ্দিন খলিফা (সহ-সভাপতি, বিএমএ), ডা. মো. শাহাদাত হোসেন (ডা. আবুল কাশেম এর জামাতা), ডা. মোহাম্মদ মুশতাক হোসেন (ইসি সদস্য, বিএমএ), ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী (ইসি সদস্য, বিএমএ), ডা. ওয়াজেদুল ইসলাম (শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ নেতা) প্রমুখ।

Post MIddle

আলোচকরা বলেন, এদেশে প্রকৌশলী-কৃষিবিদ-চিকিৎসক (প্রকৃচি) আন্দোলন ও চিকিৎসকদের পেশাগত বিভিন্ন আন্দোলন সংগ্রামে এ দুই শিক্ষকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন। বিশেষ করে ১৯৯০ এর স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে তাদের দৃঢ় নেতৃত্বের কথা স্মরণ করেন বক্তারা। শিক্ষক হিসেবে তারা ছাত্র-ছাত্রীদের মধ্যে যে জ্ঞানের আলোকবর্তিকা ছড়িয়ে দিয়ে গেছেন তা প্রজন্ম থেকে প্রজন্মে বহমান থাকবে।

বিএমএ দফতর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ ও প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. মো. মাহবুবুর রহমানের (বাবু) সঞ্চালনায় ডা. আবুল কাশেমের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন বিএমএ সাংগঠনিক সম্পাদক ডা. মো. তারিক মেহেদী পারভেজ। ডা. এম এ মাজেদের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন বিএমএ কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ডা. এ এইচ এম জহুরুল হক সাচ্চু।

এ সময় অন্যান্য বিএমএ নেতাদের মধ্যে ডা. মো. জাহিদ হোসেন (কোষাধ্যক্ষ), ডা. সোহেল মাহমুদ (সমাজ কল্যাণ সম্পাদক), ডা. পূরবী রাণী দেবনাথ (সংস্কৃতি ও আপ্যায়ন সম্পাদক), ডা. কাজী শফিকুল হালিম (গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক), ডা. মো. আবুল হাসেম খান (আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক) কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ডা. মো. আবু রায়হান, ডা. উত্তম কুমার বড়ুয়া, ডা. চিত্ত রঞ্জন দাস, ডা. মো. জাবেদ, ডা. মো. বাবরুল আলম, ডা. এইচ এম মুস্তাফিজুর রহমান, ডা. মো. হারুন-অর-রশীদ, কেন্দ্রীয় কাউন্সিল সদস্যসহ বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। স্মরণ সভা শেষে বিএমএ’র সাবেক দুই সভাপতির রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

//শ

পছন্দের আরো পোস্ট