নোবিপ্রবিতে কৃষি দিবস পালিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এগ্রিকালচার বিভাগের উদ্যোগে ‘জাতীয় কৃষি দিবস ২০১৭’ পালিত হয়েছে। আজ ১৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং জাঁকজমকপূর্ণ পরিবেশে  বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য এক র‌্যালি বের করা হয়।

এতে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, এগ্রিকালচার বিভাগের চেয়ারম্যান ড. মো. আতিকুর রহমান ভুঁঞা, সহযোগী অধ্যাপক ড. গাজী মোঃ মহসীন; সহকারী অধ্যাপক কাউসার হোসেন ও সোহরাব হোসেন; প্রভাষক মোঃ মারুফ বিল্লাহ, ড. মোঃ মাহবুব রহমান, আমেনা খাতুন, কাজী ইশরাত আনজুম সহ  বিভাগের সকল ব্যাচের ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

Post MIddle

Agricultural Dayএসময় কৃষি বিভাগের চেয়ারম্যান ড. আতিকুর রহমান ভুঁঞা অত্র উপকূলীয় অঞ্চলের জন্য উপযোগী ফসলের জাত উদ্ভাবনের প্রচেষ্টাই কৃষি দিবসের প্রত্যয় হিসেবে উল্লেখ করেন ।

পরে উপাচার্য সকলকে সঙ্গে নিয়ে অডিটোরিয়াম সংলগ্ন প্রবেশ পথে বৃক্ষ রোপণ করেন।

পছন্দের আরো পোস্ট