ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এর উদ্যোগে ‘বায়োলজিক্যাল  এন্ড ক্যারেক্টারাইজেশন অফ সিলভার ন্যানোপারটিক্যাল ইউজিং ওসিমাম স্যাকটাম (তুলসী) লেফ ব্রথ’ (Biological Synthesis and Characterization of Silver(Ag) Nanoparticles using Ocium sanctum (Tulsi) Leaf Broth) বিষয়ক পিএইচডির সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৪ নভেম্বর) ইইই বিভাগের ৩১৯ নং কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
Post MIddle
বায়োলজিক্যাল সিনথ্যসিস এন্ড ক্যারেক্টারাইজেশন অফ সিলভার ন্যানোপারটিক্যাল ইউজিং ওসিমাম স্যাকটাম (তুলসী) লেফ ব্রথ বিষয়ক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন পিএইচডি ফেলো মো: আব্দুল মোমিন।
প্রফেসর ড. মো শাহজাহান আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন -পিএইচডি গবেষণার সুপারভাইজার প্রফেসর ড. মো  মমতাজুল ইসলাম।
ইইই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মানজারুল আলম এর সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. নজিবুল হক, প্রফেসর ড. মানজারুল হক সহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
পছন্দের আরো পোস্ট