সাদার্নে সপ্তাহ ব্যাপী ইনডোর গেমস সম্পন্ন
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে সাদার্ন ইউনিভার্সিটিতে সপ্তাহ ব্যাপী ইনডোর গেমস প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার শেষ দিনের খেলায় ক্যারম এ কর্মকর্তা ও শিক্ষার্থী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন দুই জন প্রতিযোগী। বিজয়ীরা হলেন কর্মকর্তা ক্যাটাগরিতে কামরুল হাসান এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষাথী রাশেদুল ইসলাম রুবেল। খেলায় রানার্স আপ হয়েছেন কর্মকতায় মো. আরশাদ ও ফার্মাসি বিভাগের শিক্ষাথী আসহাব উদ্দিন শাওন। পরবর্তীতে পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হবে।
সপ্তাহ ব্যাপী আয়োজিত ইনডোর গেমস এ দাবা, ক্যারম ও টেবিল টেনিসসহ মোট সাতটি ইভেন্টে শিক্ষক, কর্মকর্তা , কর্মচারী ও শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক প্রতিযোগী বিভিন্ন খেলায় অংশ নিয়েছেন ।