জাককানইবিতে হিসাববিজ্ঞান অন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৮ম ব্যাচ ও ৯ম ব্যাচের হাড্ডাহাড্ডি লড়াইয়ে শিরোপা জিতলো উক্ত বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থীরা।

রবিবার (১২ নভেম্বর) বিকাল ৩.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে খেলা আনুষ্টিত হয়েছে। খেলার শুরু থেকে দুই দলই অনেকটা ফুরফুরে মেজাজে খেলতে শুরু করে। খেলা চলাকালে উভয় দলের আক্রমন ছিল বেশ গুছানো। প্রায় ৫০ মিনিট খেলা শেষে অতিরিক্ত আরো ১০ মিনিট সময় পাড় হলেও কোন গোল না হওয়ায় (0-0) ট্রাইবেকারের সুযোগ পায় তাঁরা। পরে ট্রাইবেকারে ৪-৩ গোলে জয়ের শেষ হাসি হাসে ৮ম ব্যাচের শিক্ষার্থীরা।

Post MIddle

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত খেলায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুব্রত কুমার দে। এছাড়াও অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সোহেল রানা, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাজু আহমেদ, মোঃ নজরুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, প্রভাষক সবুজ চন্দ্র ভৌমিক, জাককানইবি শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান রাকিব।

২০ দিনব্যাপী এই টুর্নামেন্টে হিসাববিজ্ঞান বিভাগের সর্বমোট ৬টি ব্যাচ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর এবং টুর্নামেন্টের সার্বিক দায়িত্বে ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাজু আহমেদ। ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোঃ ওমর ফারুখ সরকার।

পছন্দের আরো পোস্ট