ইবি সমাবর্তন উদযাপন কমিটির ৪র্থ সভা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ সমাবর্তন সফল ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক কর্মকান্ড জোড়ালো গতিতে এগিয়ে চলছে। বিশটিরও বেশি উপ-কমিটি নিরন্তর পরিশ্রম করছে উৎসবমূখর একটি সমাবর্তন উপহার দেয়ার লক্ষ্যে।

বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে সাজিয়ে তোলার লক্ষ্যে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। বিশ্ববিদ্যালয় গেটের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ম্যুরাল তৈরির কাজ চলছে; সৌন্দর্যবর্ধনের জন্য তৈরি হচ্ছে ফোয়ারাও। প্যান্ডেল, স্মরণিকা ইত্যাদির কাজ-কর্মও এগিয়ে চলছে বিপুল উদ্যেমে।

Post MIddle

ইসলামী বিশ্ববিদ্যালয় সমাবর্তন উদ্যাপন স্টিয়ারিং কমিটির চতুর্থ সভায় কমিটির সভাপতি উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী এসব অগ্রগতির তথ্য তুলে ধরেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের ৩য় তলার সভা-কক্ষে আজ (১৩ নভেম্বর) বেলা ১১টা ৩০মিনিটে অনুষ্ঠিত এ সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফ, স্টিয়ারিং কমিটির সদস্য ডিনবৃন্দ, সভাপতিবৃন্দ, অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি বেলা ২টা ৩০মিনিটে ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করতে সদয় সম্মতি প্রদান করেছেন।

পছন্দের আরো পোস্ট