কৃতি শিক্ষার্থী রিজার ধারাবাহিক সাফল্য
কুমিল্লার হোমনা উপজেলার কারাকান্দি গ্রামের মেধাবী ছাত্রী ফারজানা আক্তার রিজা রাজশাহী মেডিকেল কলেজ (বিডিস) ভর্তি পরীক্ষায় উর্ত্তীন হয়ে ধারাবাহিক সাফল্য অব্যাহত রয়েছে। সে ২০১৭ ইং এইচএসসি পরীক্ষায় ঢাকা সামসুল হক খান স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ হতে জিপিএ-৫ পেয়েছে ।
জানা গেছে, সে (রিজা) ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ হতে জিপিএ-৫ পেয়ে উর্ত্তীন হয়েছে । ২০১২ সালে একই বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তিসহ জিপিএ-৫ পেয়ে উপজেলায় মেধা তালিকায় উর্ত্তীন হয় এবং ২০০৯ সালে অনুষ্ঠিত পি.এস.সি পরীক্ষায় হোমনা-২ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে টেলেন্টপুলে বৃত্তিসহ উপজেলায় মেধা তালিকায় ৩য় স্থান অর্জন করে।
সে বিশিষ্ট শিক্ষানুরাগী রেজাউল হক সরকার ও নুরুন্নাহার বেগমের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে রিজা সবার বড় । রিজার উজ্জল ভবিষ্যত কামনায় তার বাবা মা সকলের নিকট দোয়া প্রার্থী ।