কুবিতে ছাত্রলীগ সাধারণ সম্পাদকের জন্মদিন পালিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের জন্মদিন পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি আবাসিক হলে রবিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে পালন করা হয় কেন্দ্রীয় এই নেতার জন্মদিবস।
বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে প্রথমে শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মো: রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে কেক কাটার মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগ সম্পাদকের জন্মদিবস উদযাপন শুরু হয়। পর্যায়ক্রমে কাজী নজরুল ইসলাম হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে পৃথকভাবে কেক কেটে কেন্দ্রীয় নেতার জন্মদিন পালন করা হয়। এসময় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।