১৯ নভেম্বর থেকে জাককানইবি’র ভর্তি পরীক্ষা শুরু

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৯, ২০, ২১, ২২ ও ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক (জনসংযোগ) এস.এম. হাফিজুর রহমান জানান, এবার বিশ্ববিদ্যালয়ে ৫টি ইউনিটের আওতায় ১৯টি বিভাগে ৯৮০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩৮ হাজার ৫২১টি। ভর্তি পরীক্ষা প্রতি আসনের বিপরীতে ৪০ জন শিক্ষার্থী লড়বেন। ভর্তি পরীক্ষা চলবে আগামী ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত।

Post MIddle

উল্লেখ্য ১৯ নভেম্বর ‘এল’ ইউনিট, ২০ নভেম্বর ‘এপি’ ইউনিট, ২১ নভেম্বর ‘বি’ ইউনিট, ২২ নভেম্বর ‘সি’ ইউনিট ও ২৩ নভেম্বর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jkkniu.edu.bd) -এ পাওয়া যাবে।

 

পছন্দের আরো পোস্ট