৬ষ্ঠ ইংরেজী মাধ্যম গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
লেখাপড়ার পাশাপাশি বাস্তব জীবনেও গণিতের ব্যবহার বাড়ালে দ্রুত সময়ের মধ্যে দেশের অর্থনৈতিক অবস্থার আরো ইতিবাচক পরিবর্তন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গণিতবিদরা। শনিবার সকালে ইংরেজী মাধ্যম স্কুল ‘একাডেমিয়া’ আয়োজিত ৬ষ্ঠ ইংরেজী মাধ্যম গণিত অলিম্পিয়াড-২০১৭ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এ আশাবাদ ব্যক্ত করেন।
গণিত অলিম্পিয়াড-২০১৭ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় একাডেমিয়া’র লালমাটিয়া নিজস্ব ক্যাম্পাসে। এসময় গণিতবিদরা বলেন, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের অনেক উন্নত দেশ বাস্তব জীবনে শুধু গণিতের ব্যবহার বাড়িয়ে অর্থনৈতিকভাবে দ্রুত সময়ের মধ্যে উন্নতির শিখরে পেীঁছে গেছে। তাই সরকারকে গণিতবিদরা ক্লাসে গণিত পড়ানোর পাশাপাশি সব ক্ষেত্রে এর ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন। এছাড়া শিক্ষার্থীদের গণিতে আরো পারদর্শী করে গড়ে তুলতে এ খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা।
‘একাডেমিয়া’ আয়োজিত ইংরেজী মাধ্যম গণিত অলিম্পিয়াড-২০১৭ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণিত সমিতির সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক সাজেদা বানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এরৃ ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভাসিটি (ইউআইউই) এর প্রো ভিসি অধ্যাপক ড. চৌধুরী মফিজুর রহমান ও বাংলাদেশ গণিত সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ‘একাডেমিয়া’র অধ্যক্ষ অধ্যাপক ড. এম. মাহবুবুল হক। ৬ষ্ঠ ইংরেজী মাধ্যম গণিত অলিম্পিয়াড-২০১৭ প্রতিযোগিতাটি সার্বিক তত্ত্বাবধায়ন করেন ‘একাডেমিয়া’র চেয়ারপারসন মিসেস সারওয়াত জেব ও ব্যবস্থাপনা পরিচালক মো. কুতুবউদ্দিন।
৬ষ্ঠ ইংরেজী মাধ্যম গণিত অলিম্পিয়াডে দেশের সকল ইংরেজী মাধ্যম স্কুলের প্রায় ১৫০০ শিক্ষার্থী অংশ নেয়। এদিন সকালে প্রথমে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে গ্রুপভিত্তিক ক্ষুদে গণিতবিদরা তাদের তৈরি করা বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করে। যা অতিথিরা ঘুরে দেখেন। সবশেষে ক্লাস ‘ওয়ান’ থেকে ‘এ’ লেভেল পর্যন্ত প্রতি ক্লাসের সেরা ৫জন বিজয়ীর মাঝে ক্রেস্ট তুলে দেন দেশের স্বনামধন্য গণিতবিদগণ।
৬ষ্ঠ ইংরেজী মাধ্যম গণিত অলিম্পয়াড-২০১৭ প্রতিযোগিতাটি স্পন্সর করেছে বেসরকারী বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- (ইউআইইউ)। প্রতিযোগিতাটির মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করেছে বেসরকারী টেলিভিশন সময় টিভি, জনপ্রিয় বেসরকারী এফএম রেডিও টুডে, ইংরেজী দৈনিক দি নিউএজ ও অনলাইন পোর্টাল ক্যাম্পাস লাইভ২৪.কম।
আমন্ত্রিত অতিথিদের সার্বিক তত্ত্বাবধায়ন করেন ‘একাডেমিয়া’র ভাইস-প্রিন্সিপ্যাল মিসেস রওনক আলমগীর।