১ম বর্ষ স্নাতক ভর্তির রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ ১৩ নভেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ¯œাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা ১৩ নভেম্বর ২০১৭ তারিখ প্রকাশ করা হবে। উক্ত ফল ঝগঝ এর মাধ্যমে বিকেল ০৪.০০ টা থেকে যে কোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে- (nu<space>athn<space>roll no লিখে ১৬২২২ মেসেজ Send করে এবং রাত ০৯.০০ টায় ওয়েব সাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd) থেকে ফল পাওয়া যাবে।