হিন্দুবাড়িতে হামলার প্রতিবাদে বেরোবি বঙ্গবন্ধু পরিষদের মানববন্ধন

রংপুরের পাগলাপীরে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে আগুন দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) বঙ্গবন্ধু পরিষদ। রোববার বেলা তিনটায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বক্তারা বলেন, “একাত্তরের পরাজিত শক্তিরাই এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করি। এরা দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পাঁয়তারা করছে। শান্তি রক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এই পরাজিত শক্তিকে প্রতিহত করতে হবে দেশে।”

মানবন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ও গণিত বিভাগের অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব ও গণিত বিভাগরে সহকারী অধ্যাপক মশিউর রহমান, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক কমলেশ চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আবু কালাম মোহাম্মদ ফরিদ উল ইসলাম, রসায়ন বিভাগের শিক্ষক নুরুজ্জামান খান, অবিনাশ চন্দ্র সরকার, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া, সাধারণ সম্পাদক নোবেল শেখ প্রমুখ।

Post MIddle

এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী মানববন্ধনে অংশগ্রহন করেন।

এর আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ সকাল ১০ টায় হামলার শিকার হিন্দুদের ঘরবাড়ি পরিদর্শন করেন এবং ৮ টি পরিবারের মধ্যে প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ করেন।

উল্লেখ্য, মহানবী হযরত মুহাম্ম (সাঃ)কে কটাক্ষ করে ফেসবুকে স্টাটাস দেয়োর জের ধরে শুক্রবার(১০ নভেম্বর) রংপুরের পাগলাপীর এলাকার ঠাকুরবাড়ি গ্রামে হিন্দুদের বাড়িঘরে হামলা এবং অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও পুলিশসহ প্রায় ৫০ জন আহত হয়।

পছন্দের আরো পোস্ট