বেরোবি’র সাথে মালয়েশিয়ার ২ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর সাথে মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমইউএসটি) এবং ইউনিভার্সিটি অব মালায়া-ওয়েলস নামক দুইটি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রবিবার (১২ নভেম্বর) ঢাকার একটি হোটেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) এর পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ পৃথকভাবে এসব চুক্তিতে স্বাক্ষর করেন।
এদিকে মালয়েশিয়া ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-এর রেজিস্ট্রার আব্দুল করিম আব্দুল্লাহ এবং ইউনিভার্সিটি অব মালায়া- ওয়েলস এর প্রতিনিধি দাতো হুসাইন এ রহমান নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার পিএনএস এর চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব মালায়া- ওয়েলস এর প্রতিনিধি ডাতোক সেরি সৈয়দ আলী বিন আব্বাস আলহাবসি, মালয়েশিয়া ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এর বাংলাদেশ ক্যাম্পাসের চেয়ারম্যান ড. কামরুল আহসান, মালয়েশিয়া ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এর বাংলাদেশ ক্যাম্পাসের ডিপুটি উপাচার্য প্রফেসর ড. শাহীন হোসেন, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব মালায়া- ওয়েলস এর প্রতিনিধি কোয়াহ তেইক জিন প্রমুখ।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে মালয়েশিয়ার ওই বিশ্ববিদ্যালয়গুলোর চুক্তি অনুযায়ী উভয় প্রতিষ্ঠান যৌথভাবে উচ্চশিক্ষা ক্ষেত্রে গবেষণা, প্রকাশনা, শিক্ষা বিষয়ক তথ্যাদি, অভিজ্ঞ শিক্ষক ও গবেষক আদান-প্রদান করবে।