‘বিহঙ্গ’র ৩য় বর্ষ পূর্তি অনুষ্ঠিত
শ্লোগান ছিল নেশা কে না বলি মাদক, যৌতূক, ইভটিকিং মুক্ত সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ি,
কলেজের ছাত্র-ছাত্রীদের এক মিলনমেলা, এই অনুষ্টানে কে নিয়ে ব্যাপক অায়োজন করেন “বিহঙ্গ” প্রতিষ্ঠাতা সভাপতি ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা।
অনুষ্টানে সম্মানিত অতিথি মধ্য উদ্বোদনী বক্তব্য রাখেন কলেজের (ভারপ্রাপ্ত) অধক্ষ্য সরওয়ার কামাল চৌধুরী, প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন বিহঙ্গ এর প্রধান উপদেষ্টা ও চেয়ারম্যান রোকন উদ্দীন, বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন, দৈনিক অাজাদী, সংবাদ প্রতিদিন, ও রাউজান নিউজ এর প্রধান সম্পাদক মীর মো: অাসলাম। অত্র বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক সাহাবউদ্দীন, অধ্যাপিকা সম্পনা বড়ুয়া, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকা ও রাউজান নিউজ এর প্রকাশক ও সম্পাদক কামরুল ইসলাম বাবু, সাবেক ইউপি সদস্য বেলাল মেম্বার, বাসু ষোষ,বিশেষ বক্তা হিসবে বক্তব্য রাখেন ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি ও দক্ষিণ রাউজান ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, আরো বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগর (ভারপ্রাপ্ত) সভাপতি মো: সাহাবউদ্দীন, এতে অনুষ্টান সঞ্চালনা করেন বিহঙ্গ সাংস্কৃতিক সংগঠনের সাধারন সম্পাদক রুবেল তালুকদার, এতে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বিহঙ্গ সাংস্কৃতিক সংগটনের সভাপতি আমির হামজা,
অনুষ্ঠানে মাদক, যৌতূক ও ইভটিজিং এর তেকে বিরত থাকার জন্য শপথ বাক্য পাঠ করেন, অধ্যাপক অাবু কালাম,
এতে আরো বক্তব্য রাখেন, কলেজ ছাত্রলীগ ও বিহঙ্গ সদস্য প্রসেনজিৎ, মোঃ মামুন,মানিক, হাসান,জাবের হোসেন, কুসুম, টিপু, সুজন, আজাদ, কিসান, নিশান,অারিয়ান, জুয়েল, বাবু, জয়, জাকির,খোরশেদ, সুজন, টিপু, জিএম হাসান, ইমন, জয়রাজ, মহিউদ্দীন,রাশেদ রাহাত,প্রমূখ।